জনগন জানতে চায়?
জনগন জানতে চায়?
আজ অনুতপ্ত অনেক শিক্ষার্থী।
তোমরা ,অনেক দেরি করে ফেলেছ । শিক্ষকদের সন্মান মাটিতে মিশিয়ে দিয়েছ, সন্তান সমতুল্য প্রিয় ছাত্ররা, নিজেরাই পদত্যাগ করানো শিক্ষকদের চেয়ার দখল করেছ । বেতন পাচ্ছে কি? অপমান ,লাঞ্ছনা,অনিয়মতান্ত্রিক জোড়পূর্বক পদত্যাগ, মারপিট,ফুলের মালার জায়গায়,জুতার মালা শিক্ষকদের উপহার সহ নানা বদনামের বিশাল বড় বোঝা মাথায় দিয়ে, টেনে-হিচরে,চেয়ার থেকে নামিয়ে কতিপয় উৎশৃঙ্খল শিক্ষার্থীদের হাততালি কুঁড়িয়েছ,বহবা কুঁড়িয়েছ।তোমাদর কারনে,অনাহার কাটছে শিক্ষকদের জীবন।সমাজের কাছে ,পরিবারের কাছে, নিজের সন্তানের কাছে,শিক্ষকদের মাথা নিচু করে দিয়েছ, তোমরা শিক্ষার্থীরা,আমার মনে হয়। তাঁরা,না ধরতে পারছে হাল, না ধরতে পারছে জ্বাল।
প্রশাসন একদম চুপচাপ, যেন কোন অপরাধ'ই হয়নি। হা অভাগা কতিপয় উৎশৃঙ্খল শিক্ষার্থী। কার ইশারায় করেছ জানিনা,কত টাকা বেনিফিট পেয়েছ জানিনা, বাড়ি গাড়ি ক'টা পেয়েছ জানিনা,
তবে, পাপের ঘঢ়া পরিপূর্ণ তোমাদের নিশ্চয়'ই হয়েছে। তবে, শিক্ষার্থী হয়ে শিক্ষকদের অপমান ,লাঞ্ছনা,অনিয়মতান্ত্রিক জোড়পূর্বক পদত্যাগ, মারপিট,ফুলের মালার জায়গায়,জুতার মালা উপহার দিয়ে মহা ভুল করেছ। তোমাদের এ আচরনে,সারা বিশ্ব হতবাক,অবাক বিস্ময়ে তাঁকিয়ে রয়। ধিক্কার দিচ্ছে এদেশের সাধারণ মানুষ।তোমাদের নৈতিক অধ:পতন রোধে প্রতিষ্ঠানিক শিক্ষার চাইতে পারিবারিক সুশিক্ষার গুরুত্ব, অ-নে-ক বেশি গুরুত্ব বহন করে।তোমাদের পারিবারিক সুশিক্ষার দিকে সবাই আংগুল তুলছে। কোন ছাত্র, শিক্ষকদের নিয়োগ দিতে পারে? - না ,পারে না। তবে চাকুরী পদত্যাগ/পানিসমেন্ট, প্রমোশন, ইনক্রিমেন্ট হেল্ড আপ, বদলির সাসপেনশন,ওএসডি,করার ক্ষমতা রাখে? -না রাখে না। সবটাই হবে সরকার চাকুরী বিধি-বিধান অনুসারে। তবে কেন শিক্ষকদের এই অপমান, লাঞ্ছনা, মারপিট, জুতার মালা পড়ানো, কেন অবৈধ পদত্যাগ? সরকার নিরব কেন? জনগন জানতে চায়?